নওগাঁ প্রতিনিধি : মঙ্গলবার নওগাঁর মান্দা, সাপাহার, পোরশা, নিয়ামতপুর, পত্নীতলাসহ  তিনদিনব্যাপি উন্নয়ন মেলা পরিদর্শন করলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) যুগ্ম সচিব শিশির কুমার রায়। এদিন বিকেলে মান্দা উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আয়োজিত মেলার বিভিন্ন ষ্টল ঘুরে ঘুরে দেখেন তিনি। তার সফর সঙ্গী ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল আলম।

এসময় উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পরিতোষ কুমার মন্ডল, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা তারিক এলাহী, পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে প্রত্যেকটি ষ্টলে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি আর শীত উপেক্ষা করে দর্শনার্থীরা ষ্টলগুলোতে বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ-খবর নেন।

(বিএম/এএস/জানুয়ারি ১০, ২০১৭)