স্টাফ রিপোর্টার : ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা-কর্মচারী সরাসরি রাষ্ট্রবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলে তাদের চাকরি হারানোর কোনো ভয় নেই বলে জানিয়েছেন ব্যাংকের পরিচালনা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান আরাস্তু খান।

বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল হামিদ মিঞা তার সঙ্গে ছিলেন।

আরাস্তু খান বলেন, তিনি অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। তবে ব্যাংকের বেশ কিছু বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়েছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংক সব দিক থেকে ভালো করছে। এ ব্যাংকের কাজের গতি কী করে আরো বাড়ানো যায়, সে বিষয়ে ব্যাংকের সবাই একযোগে কাজ করবে। অনৈতিক কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত না থাকলে তার চাকরি হারানোর কোনো ভয় নেই।

এ ছাড়া সরকারের বড় বড় প্রকল্পে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে অর্থমন্ত্রীর সঙ্গে।

(ওএস/এএস/জানুয়ারি ১২, ২০১৭)