সুন্দরগঞ্জ প্রতিনিধি :সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াতের নেতা মাহাবুবুর রহমান বাবলুসহ (৪৫) আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জামায়াত নেতা মাহাবুবুর সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন জামায়েতের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য। তবে অন্যদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান জানান, আটকদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।

গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে গুলিতে আহত হন এমপি লিটন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত চার/পাঁচজনকে আসামি করে রবিবার রাতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন।










(একে/এস/জানুয়ারি ১৪, ২০১৭)