বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে যাত্রীবাহী বাসের চাপায় চার ভ্যান আরোহী নিহত ও অপর দুজন আহত হয়েছেন। নিহতরা একই পরিবারের ৪ সদস্য। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই দূর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কমফোর্ট পরিবহনসহ ঘাতক বাসটি ও চালক জহুরুল হক বেলাকে গোপালগঞ্জে কাশিয়ানী থেকে আটক করেছে। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘন্টা ঐ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো।

নিহতদের মধ্যে দুজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। নিহতরা হলো মোল্লাহাটের কোদালিয়া এলাকার ইয়াসিন শেখের ছেলে ভ্যান চালক আজাদ শেখ (৫০), তার স্ত্রী শিখা বেগম (৪০), তাদের দুই নাতনী রাজু (১৩) ও তামান্না (৮)। আহতরা হলো চিংড়ি ঘের ব্যবসায়ী হাসিবুর রহমান (২৯) ও রনি (১০)।

বাগেরহাটের ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, সকাল সোয়া দশটার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ‘কমফোর্ট’ নামের একটি দূরপাল্লার বাস ঘটনাস্থলে পৌছে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারীচালিত ভ্যানকে সামনে থেকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘাতক বাসটি ও চালক জহুরুল হক বেলাকে গোপালগঞ্জে কাশিয়ানী থেকে আটক করে। এতে ঘটনাস্থলেই ৩জন ও হাসপাতালে চিকিৎসাধীন ১ জন নিহত ও অপর দুজন আহত হন। যাত্রীবাহী ভ্যানটি ফকিরহাটের দিকে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল প্রায় ১ বন্ধ ছিলো। লাশ ৪টি ফকিরহাট থানা পুলিশ হেফাজতে রয়েছে।

(একে/এস/জানুয়ারি ১৬, ২০১৭)