চাটমোহর (পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহরে ৭ বোতল ফেনসিডিল সহ কামরুজ্জামান বাবলা (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ঈশ্বরদী সার্কেল)।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের বালুচর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবলা ছোটশালিখা মহল্লার মৃত আনছার আলীর ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো. খবির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ বালুচর মাঠ এলাকা থেকে বাবলাকে আটক করে। এসময় তার হাতে থাকা ব্যাগ থেকে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে চাটমোহর থানায় সোপর্দ করেন।

চাটমোহর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।











(এসএইচএম/এস/জানুয়ারি ১৭, ২০১৭)