নওগাঁ প্রতিনিধি : ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা কার্যকর করার দাবিতে বৃহষ্পতিবার সকালে নওগাঁয় র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাকালব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বেসরকারি সংস্থা ব্রতী এই কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ব্রতীর আইনী সেবা প্রকল্পের রিজিওনাল এ্যান্ড লিগ্যাল এ্যাডভোকেসী কো-অর্ডিনেটর এ্যাডভোকেট আশিক ইকবাল, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, মহিলা পরিষদের প্রোগ্রাম নির্বাহী অফিসার মসিউর রহমান চৌধুরী, সুধীর তির্কী, নকুল কুমার রবিদাস প্রমুখ। বক্তারা প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠি, নির্যাতিত নারী ও শিশুর ন্যায় বিচার নিশ্চিত তথা সবার জন্য যথাসময়ে আইনে প্রবেশাধিকারের মানবাধিকার রক্ষার দাবি জানান।

(বিএম/এএস/জানুয়ারি ১৯, ২০১৭)