চট্টগ্রাম প্রতিনিধি : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটেছে তা আমি বিশ্বাস করতে পারছি না। আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনাদের কাজ অপরাধীদের রক্ষা করা নয়। আপনাদের কাজ আইনের শাসন প্রতিষ্ঠা করা।

বৃহস্পতিবার চট্টগ্রামে নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মাননীয় আইনমন্ত্রী আপনি আইনের শাসনের কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে বার, বেঞ্চ এবং প্রশাসনে দ্বন্দ্ব থাকা উচিৎ নয়। এটা আমি সবসময় বলে আসছি। এটা সত্য, শুধু আমার বাংলাদেশে না, পৃথিবীর সব দেশেই, সর্বশ্রেষ্ঠ দেশ আমেরিকা যে সারাবিশ্বকে হাত নাড়িয়ে চালায়, তাদের দেশেও প্রশাসন ও বিচার বিভাগের টানাটানি আছে। বারাক ওবামা, ‍উনি রিকমেন্ডেশন করার পরও সুপ্রিম কোর্টে একজন বিচারক নিতে পারলেন না। ইংল্যান্ডেও হচ্ছে না।

প্রতিবেশী দেশ ভারতের উদাহরণ দিয়ে তিনি আরো বলেন, ভারতের সাবেক প্রধান বিচারপতি ঠাকুর, উনি ভারতের প্রধানমন্ত্রীর সামনে চোখের জল ফেললেন। হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টে বিচারকের স্বল্পতা এবং সমন্বয়ের অভাবে বিচারক নিয়োগ দিতে পারছেন না।

নিজের ভারত ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আমি যখন ভারতে গিয়েছিলাম, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সুযোগ দিয়েছিলেন উনার সঙ্গে চা চক্রের। যাওয়ার সঙ্গে সঙ্গে উনি বললেন বিচারক নিয়োগ নিয়ে।

উল্লেখ্য, বুধবার চট্টগ্রাম আদালত ভবনে নজিরবিহীন ভাঙচুর ও বিক্ষোভের পর মানবপাচার আইনের মামলার আসামি আইনজীবী ও তার স্ত্রীকে জামিন দেন আদালত।

অন্যদিকে, মানবপাচার আইনের এক মামলায় গ্রেফতার আইনজীবী ও তার স্ত্রীর জামিন নিয়ে চট্টগ্রামের হাকিম আদালতের এজলাস ভাঙচুরের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ ও চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুসেইন মো. রেজা।

(ওএস/এএস/জানুয়ারি ১৯, ২০১৭)