আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব মসুল পুনর্দখলের দাবি করেছে ইরাকি বাহিনী। দেশের পশ্চিমাঞ্চল দখলেও সোমবার অভিযান চালায় সেনারা। বহুদিন ধরেই ওই অঞ্চলটি দখল করে রেখেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। দেশটির ক্যাম্পেইন কমান্ডার লেফ. জেনারেল আবদুল আমির রাশিদ ইয়ারাল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

সোমবার প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির সঙ্গে বৈঠকের পর পার্লামেন্টের ডেপুটি স্পিকার শেখ হুম্মাম হামৌদি এক বিবৃতিতে পূর্ব মসুল পুনরুদ্ধার হয়েছে বলে ঘোষণা করেন।

বিবৃতিতে তিনি বলেন, মসুলের পূর্ব তীর সম্পূর্ণ মুক্ত করা হয়েছে। জনগণের জন্য এটা বড় উপহার বলে উল্লেখ করেন তিনি।

উত্তর-দক্ষিণে বয়ে যাওয়া তাইগ্রিস নদীর পশ্চিমাংশ এখনও পুরোপুরি আইএসের নিয়ন্ত্রণে রয়ে গেছে।

(ওএস/এএস/জানুয়ারি ২৪, ২০১৭)