স্টাফ রিপোর্টার : নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যদের অনুসন্ধানের জন্য গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক শনিবার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে ছয় সদস্যের সার্চ কমিটির বৈঠক শুরু হয়। আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে এ বৈঠক হয়।

এতে অংশ নেয়া অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিকসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুসন্ধান কমিটিকে ইসির জন্য ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করতে বলা হয়েছে। ওই সুপারিশ থেকে রাষ্ট্রপতি অনধিক পাঁচ সদস‌্যের ইসি নিয়োগ দেবেন।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে নাম প্রস্তাবের উদ্দেশে গঠিত সার্চ কমিটির সদস্যরা আগামী সোমবার দেশের বিশিষ্ট ১২ নাগরিকের সঙ্গে বৈঠকে বসবেন।

এছাড়া ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসা রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও নাম চেয়েছে এ কমিটি।

শনিবার সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে কমিটির প্রথম বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।




(ওএস/এস/জানুয়ারি ২৮, ২০১৭)