নাটোর প্রতিনিধি : বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুপ্রতিম সম্পর্ক চিরকাল অব্যাহত থাকবে। অতীতে যেমন ভারত বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সোমবার দুপুরে মহারাণী ভবানী প্রতিষ্ঠিত নাটোর লালবাজারস্থ জয়কালী মন্দির পুনর্নির্মাণে ভারত সরকারের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির প্রথম কিস্তির চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী বাংলাদেশের যে সব মন্দিরের ক্ষতিসাধন করেছে, সে সব মন্দিরের পুনর্নির্মাণ ও বাংলাদেশে হিন্দুদের সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকবে ভারতীয় সরকার।

জয়কালী মন্দির সংস্কার কমিটির সভাপতি খগেন্দ্র নাথ সাহার সভাপতিত্বে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই-কমিশনার শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়, জেলা প্রশাসক শাহিনা খাতুন, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, পৌর মেয়র উমা চৌধুরী জলি প্রমুখ।

প্রসঙ্গত, মহারাণী ভবানী প্রতিষ্ঠিত নাটোর লালবাজারস্থ জয়কালী মন্দির পুনঃনির্মাণে ভারত সরকারের উন্নয়ন সহযোগিতা কর্মসূচির আওতায় ৯৭ লাখ ৩ হাজার ৩৭৫ টাকা অনুদান দেওয়ার ঘোষণা করা হয়। তারই অংশ হিসেবে প্রথম কিস্তিতে ১৯ লাখ ৪০ হাজার ৬৭৫ টাকার চেক হস্তান্তর করা হয়।

(ওএস/এএস/জানুয়ারি ৩০, ২০১৭)