চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে রাস্তার পাশে মাটি বহনকারী দাড়িয়ে থাকা ট্রাক্টরের পেছেনে মোটর সাইকেলের ধাক্কা লাগায় রাজিব হোসেন (৩২) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে উপজেলার মূলগ্রাম বাজারে এ ঘটনা ঘটে। নিহত রাজিব পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার চান্দাই ইউনিয়নের সাতইল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনা থেকে চাটমোহর আসার পথে রাজিব মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মূলগ্রাম বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মাটি বহনকারী ট্রাক্টরের পেছনে সজোরে ধাক্কা মারে। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর ওই এলাকা থেকে ট্রাক্টর সহ চালক পালিয়ে যায়।

থানার ওসি (প্রশাসন) একরামুল হক সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। থানায় ইউডি মামলা হয়েছে।

(এসএইচএম/এএস/জানুয়ারি ৩০, ২০১৭)