নওগাঁ প্রতিনিধি : সোমবার সকার সাড়ে ১০টার দিকে নওগাঁর মান্দায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় সুলতানা বেগম (২২) নামে এক মহিলা নিহত হয়েছেন। নওগাঁ-রাজশাহী মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতানা উপজেলার কুসুম্বা গ্রামের রেজাউল হকের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাকটি বগুড়া থেকে পানবরজের ওয়াসি নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল হাটে যাচ্ছিল। উল্লেখিত স্থানে সুলতানা বেগম রাস্তা পারাপারের সময় ট্রাকটির ধাক্কায় গুরুতর জখম হন। তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় এদিন বেলা ২টার দিকে তিনি মারা যান।

এদিকে দুর্ঘটনার পর ধাওয়া করে ট্রাকসহ চালক হাফিজুর রহমান (৫০) ও তার সহযোগি সায়েদকে (৪৫) আটকের পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক হাফিজুর বগুড়া সদর উপজেলার আকাশতারা গ্রামের আজগর আলীর ছেলে ও সহযোগি সায়েদ গাবতলী সন্ধ্যাবাড়ী এলাকার জামুর ছেলে। থানার অফিসার ইনচার্জ আনিছুর রহমান দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু খবর নিশ্চিত করে বলেন, ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(বিএম/এএস/জানুয়ারি ৩০, ২০১৭)