নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে মানবতার কবি এস এম আব্দুর রউফের লেখা পাঠ্যসূচীতে অন্তর্ভূক্তির দাবিতে এক আলোচনা সভা ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের গ্রন্থাগার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সহকারী অধ্যাপক আলহাজ্ব শফিউদ্দিন। কবির লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্তির দাবিতে আলোচনা করেন, ধামইরহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মুক্তাদিরুল হক, প্রভাষক আকতারুজ্জামান, প্রভাষক এমএ হোসাইন, প্রদর্শক তোজাম্মেল হক, শিক্ষার্থী শারমিন আক্তার, স্বপ্না পারভীন, মাহমুদুন নবী, রিফাত, নাঈম, আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, ধামইরহাট এম এম ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মানবতার কবি এস এম আব্দুর রউফ বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সফল গীতিকার। তিনি অসংখ্য কবিতা ও গ্রন্থাবলি রচনা করেছেন।

(বিএম/এএস/জানুয়ারি ৩০, ২০১৭)