নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় পৈত্রিক সম্পত্তি নিয়ে বৈমাত্রিয় ভাইদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। সোমবার বাগাতিপাড়া উপজেলার জিগরী গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, জিগরী গ্রামের মৃত আফছার আলীর দুই পরিবারের ছেলেদের মদ্যে বিরোধ বাধে। প্রথম পক্ষের সন্তান আকবর আলী ও তার পরিবারের অভিযোগ তাদেরে সৎ ভাই মানিক হোসেন পিতাকে ফুসলিয়ে বেশী সম্পত্তি হাতিয়ে নিয়েছে। এই নিয়ে ওই দুই পরিবারের মদ্যে প্রায় ঝগড়া বিবাদ লেগে থাকে। সোমবার সকালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে অঅকবর আলী ও তার সৎ ভাই মানিকের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ওই দুই পরিবারের লোকজন জড়িয়ে পড়লে আুভয় পক্ষের ৬ জন আহত হয়। আহতদের মধ্যে বড় ভাই আকবর আলী (৫৪), তার দুই ছেলে রিপন (২৬)ও হাফিজুলকে(১৮) নাটোর সদর হাসপাতালে এবং সৎ ভাই মানিক হোসেন (৩০) ,তার স্ত্রী মাজেদা (২৫) ও ভাই ইউসুফ আলী (২৫) কে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বাগাতিপাড়া থানার ওসি আমিনুল ইসলাম জানান,জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মধ্যে সংঘর্ষ হয়। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(এমআর/এএস/জুন ১৬, ২০১৪)