দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে টঙ্ক আন্দোলনের শহীদ নারী নেত্রী হাজং মাতা রাশিমণি স্মৃতির উদ্দেশে তার ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৭ দিনব্যাপি রাশিমণি মেলার প্রথম দিনেই অবৈধ ভাবে জুয়া, অশ্লীল নৃত্য’র মাধ্যমে এলাকায় ব্যাপক অসন্তোষ দেখা দেয়।

যার প্রেক্ষিতে গত ১ ফেব্রুয়ারি মেলার ২য় দিনে সন্ধ্যায় প্রশাসন এই সমস্ত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে। মেলার কার্যক্রম তার নিজ গতিতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ বলেন, ফেব্রুয়ারীর ভাষার মাসে মেলা আয়োজকের একটি অংশ এই মহিয়সী নারীর মৃত্যুদিনে নির্লজ্জ কর্মকান্ড এবং এই শহীদের মাসে শহীদদের আত্মার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে এই বীর জাতির অনুভূতিতে আঘাত করেছে। এটা কোনভাবে মানা যায় না।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৭)