স্টাফ রিপোর্টার : গোপনে বৈঠককালে রাজধানীর মোহাম্মদপুর থেকে জামায়াতের ২৮ নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মাদপুর জোনের সহকারী কমিশনার হাফিজ আল ফারুক বলেন, আটকরা জামায়াত ও ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত। তারা ওই বাসায় গোপন বৈঠক করছিল। পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ০২, ২০১৭)