নওগাঁ প্রতিনিধি : শুক্রবার সকাল সাড়ে ১০টায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নওগাঁ পৌর শহরের পার-নওগাঁ বয়েজ হোম এলাকায় ৭ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে সুপেয় নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে ৩৫০ ঘন মিটার/ঘন্টা ধারন ক্ষমতা সম্পন্ন ভূ-গর্ভস্থ পানি শোধনাগার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের ফলক উন্মোচন করেন, মোঃ আব্দুল মালেক এমপি।

এ সময় জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পৌর মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) মুহাম্মদ রাশিদুল হক, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। আগামী দু’বছরে প্রকল্পের নির্মান কাজ শেষ হবে। এটি নির্মিত হলে নওগাঁ পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নাগরিকরা বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ পাবেন বলে পৌরসভার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)