ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসেসিয়েশনের নতুন অফিস সোমবার বিকেলে রেলওয়ে সুপার মার্কেটে অনুষ্ঠিত হয়েছে। এসাসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এই অফিস উদ্বোধন করেন অধ্যাপক সেদ্দাত হোসেন মল্লিক।

এ সময় প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু। সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পরিচালক জি এম শরিফুল ইসলাম, পরিচালক রেজাউল করিম লিটন, অধ্যক্ষ বাবুল আক্তার, পরিচালক সেলিম রেজা হাবিব, আমেনা আক্তার, শামীমা আক্তার সীমা, ইয়াসমিন আক্তার ইমা, আফসার আলী, আব্দুস সাত্তার, রেজাউর রহমান প্রমুখ।

(এসকেকে/এএস/ফেব্রুয়ারি ০৩, ২০১৭)