নওগাঁ প্রতিনিধি : শনিবার সকাল ১০টায় নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদে “মাদক বিরোধী সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, কীর্ত্তিপুর ইউপি চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তোরিকুল ইসলাম, ভিকটিম সাপোর্ট সেন্টার ও পুলিশ কন্ট্রোলরুমের পুলিশ পরিদর্শক (নিঃ) নন্দিতা সরকার, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দসহ সকল ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।

সমাবেশে মাদক উদ্ধারে জেলা পুলিশকে সহায়তা করা জন্য পুলিশ সুপার কীর্ত্তিপুর ইউনিয়নের চৌকিদার মোঃ হারুনকে ১হাজার টাকা এবং কীর্ত্তিপুর ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষ থেকে ১হাজার টাকা মোট ২হাজার টাকা পুরস্কার দেয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে মাদক ব্যবসা, জুয়া খেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানান। মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের গ্রেফতারে পুলিশকে সহায়তা করার জন্য পুরস্কার ঘোষনা করেন। তিনি মাদক ব্যবসায়ীদের সঙ্গে কোন পুলিশ সদস্যর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের হুঁশিয়ারী দেন।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৭)