নওগাঁ প্রতিনিধি : চলতি ২০১৭ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রশ্নপত্রে সেবামূলক মহান চিকিৎসা পেশাকে কলংকিত করার হীন চক্রান্তকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদ’ নওগাঁ জেলা শাখা।

দাবির প্রেক্ষিতে সোমবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ নওগাঁর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে জেলা বিএমএর সভাপতি ডা. মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, সদর হাসপাতালের আরএমও মুনির আলী আকন্দ, সংগঠনের সাধারণ সম্পাদক ডা. এ,এম রেজাউল মাহমুদ প্রমুখ।

বক্তারা এসএসসি পরীক্ষার বাংলা প্রশ্নপত্রে চিকিৎসা পেশাকে কলঙ্কিত করার চক্রান্তকারীদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০১৭)