নওগাঁ প্রতিনিধি : বুধবার বেলা ১১টায় নওগাঁর সাপাহারে জলবায়ু উপযোগী নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থাপনা বিষয়ক পরিকল্পনা ও বাস্তবায়ন প্রকল্প অবহতিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রকল্পের উদ্দেশ্য নির্বাচিত কিছু বন্যাপ্রবন, খরাপ্রবণ,এবং উপকূলীয় গ্রামবাসির জন্য জলবায়ুর ক্ষতিকর প্রভাব সহনীয় নিরাপদ পানির ব্যবস্থাপনা মানোন্নয়ন এবং বাস্তবায়ন করার লক্ষে কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থার (সিডিএস) আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সহকারী প্রকৌশলী মোঃ শাহ নেওয়াজ আলীর সভাপতিত্বে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ আলী, কৃষি কর্মকর্তা এ এফ এম গোলাম ফারুক হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আকবর আলী, সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, ফ্যামেলি প্লানিং অফিসার আব্দুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার কিশোর কুমার দাস প্রমুখ।

(বিএম/এএস/ফেব্রুয়ারি ০৮, ২০১৭)