দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা জেলার আদিবাসি অধ্যুষিত এবং সীমান্তবর্তী পাহাড়ী উপজেলা দুর্গাপুর এবং কলমাকান্দায় পর্যটন কার্যক্রম শুরু ও অবকাঠামো উন্নয়ন করার লক্ষ্যে দুর্গাপুরের রাণীখং, বিরিশিরি এবং কলমাকান্দায় বিভিন্ন শ্রেনী পেশার লোকদের সাথে মতবিনিময় এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন এই এলাকার সাবেক এমপি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মোশতাক আহমেদ রুহী।

এ সময় পর্যটন বিভাগের লোকজনও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার প্রথমে সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী গারো আদিবাসি রাণীখং এবং পরে বিরিশিরি স্কুল মাঠে স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় করেন।

এক পর্যায়ে তিনি নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে দুর্গাপুরের বিরিশিরি পর্যন্ত পর্যটন সড়ক উন্নয়ন ও সোমেশ্বরী সেতু নির্মাণে সরকার কর্তৃক ৩১৬ কোটি টাকা বরাদ্দের কথাও উল্লেখ করেন এবং অচিরেই এগুলোর কাজ শুরু হবে বলেও জানান।

সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগনের সামনে তুলে ধরার জন্য দলীয় নেতা কর্মীদের প্রতিও আহ্বান জানান তিনি। পরে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ও কলমাকান্দা সদর উপজেলার সমাবেশেও বক্তব্য রাখেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
পরে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং এর সাথেও দলীয় কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।
(এনএস/এএস/ফেব্রুয়ারি ০৯, ২০১৭)