মাগুরা প্রতিনিধি : ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরা-যশোর সীমান্তে সীমাখালীতে চিত্রা নদীর উপর তিনটি ট্রাকসহ ব্রীজ দেবে গেছে। এ ঘটনায় এক বাইসাইকেল আরোহীসহ দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় এ সড়ক দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তবে খুলনা, যশোর, সাতক্ষীরা, বেনাপোল থেকে যাতায়াতকারী যানবাহনগুলোকে বিকল্প হিসেবে ঝিনাইদহ হয়ে প্রায় ৩০ কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরে যাতায়াত করছে।

শালিখা থানার ওসি রবিউল ইসলাম জানান, আজ সোমবার সকাল সোয়া ১০ টার দিকে একটি ১০ চাকার ট্রাকসহ দুটি ট্রাক ও একটি পিকআপ নিয়ে সীমাখারী ব্রীজের এক পাশ দেবে যায়। এতে ব্রীজের উপর থাকা এক সাইকেল আরোহীসহ দুইজন আহত হন। তাদের চিকিৎসার জন্য যশোর মেডিকেলে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি।

ঘটনাস্থল থেকে অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হলেও এ ঘটনায় কেউ নিহত হয়নি। দুই জেলার সীমান্তবর্তী এলাকায় হওয়ায় পুলিশ ও ফায়ার ব্রিগেড ঘটনা স্থলে রয়েছে।

উদ্ধার তৎপরাতা চালানোর জন্য ক্রেনসহ ভারী যন্ত্রপাতি আনার ব্যবস্থা করা হচ্ছে।

(ডিসি/এএস/ফেব্রুয়ারি ১৩, ২০১৭)