১০৪ কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে ভারতের রেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক : একসঙ্গে ১০৪টি কৃত্রিম উপগ্রহ পাঠিয়ে রেকর্ডের পথে রয়েছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। পিএসএলভি সি-৩৭ নামের একটি রকেটে করে একসঙ্গেই উপগ্রহগুলো পাঠানো হয়েছে। খবর অল ইন্ডিয়ার।
তবে এর মধ্যে ১০১টি উপগ্রহই হলো বিদেশি সংস্থার। এ কাজে সফল হলে নতুন বিশ্ব রেকর্ডে নাম লিখাবে ভারত ।
এর আগ পর্যন্ত বিশ্ব রেকর্ডটি ছিল রাশিয়ার। তিন বছর আগে রাশিয়া এক রকেটে করে ৩৭টি উপগ্রহ পাঠিয়েছিল। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ২৮ মিনিটে স্রিহারিকোটা থেকে এসব উপগ্রহ পাঠিয়েছে ভারত।
১০১টি বিদেশি উপগ্রহের মধ্যে ৮৮টি সান ফ্রানসিসকো ভিত্তিক প্লানেট ল্যাবস-এর। বাকিগুলো ইসরায়েল, কাজাখস্তান, সুইজারল্যান্ড এবং আরব আমিরাতের বিভিন্ন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ১৫, ২০১৭)