চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেগম শেহেলী লায়লা শুক্রবার সরকারি সফরে মালদ্বীপ যাচ্ছেন। ১৭ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি মালদ্বীপে অবস্থান করবেন এবং বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করবেন। চাটমোহরসহ দেশের ৪টি উপজেলার নির্বাহী অফিসার এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৩জন উচ্চ পদস্থ কর্মকর্তা এই সফরে যাচ্ছেন বলে চাটমোহর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

ইউএনও বেগম শেহেলী লায়লা জানান, শুক্রবার দুপুর ১২টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু হবে। মালদ্বীপে সেমিনার শেষে ওই দেশের দর্শনীয় স্থান পরিদর্শন করে শ্রীলংকা হয়ে আগামী ২২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে জানান তিনি। তার এই সফর সফল করতে চাটমোহর উপজেলাবাসী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ সকলের নিকট দোয়া কামনা করছেন।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)