চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে ৪০ পুড়িয়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। বুধবার রাতে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের বরদানগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলো, বরদানগর দক্ষিণপাড়া গ্রামের মৃত আজিজুল হকের ছেলে আবু সাঈদ (৩৮) ও একই এলাকার স্কুলপাড়ার মৃত মনিলাল চৌধুরীর ছেলে ক্ষুদিরাম চৌধুরী (৫৫)।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবীব জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়ীকে বরদানগর বাজার থেকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশী করে সাঈদের কাছ থেকে ৩০ পুরিয়া ও ক্ষুদিরামের কাছ থেকে ১০ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং বৃহস্পতিবার আটক দু’জনকে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ১৬, ২০১৭)