চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের খারপুকুর গ্রামে রবিবার দুপুরে খাস জলাশয়ের মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত: ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, খারপুকুর গ্রামের শাহেরা খাতুন, নাঈম, রওশন আরা, রাসেল, রনজু, শহিদুল ইসলাম, তোতা মিয়া, সবুজ আলী, ফরিদা খাতুন, সোহেল রানা, আয়েশা খাতুন, শফিকুল এবং শীতলাই গ্রামের শহিদুল ইসলাম।

স্থানীরা জানান, বেলা দেড়টার দিকে কুদ্দুস ও ইউসুফ গং তাদের লোকজন নিয়ে খারপুকুর এলাকায় খাস জলাশয়ে মাছ ধরতে যায়। এ সময় উভয়পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছে। থানায় উভয় পক্ষই অভিযোগ দিয়েছে।

(এসএইচএম/এএস/ফেব্রুয়ারি ২০, ২০১৭)