মদন (নেত্রকোনা) প্রতিনিধি : মদন পৌরসভায় ডাস্টবিন না থাকায় যত্রতত্র ময়লা আর্বজনা ফেলে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। বর্তমানে উপজেলা পরিষদের পুকুরটি পৌর সভার ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে বিভিন্ন হোটেল মালিকরা। এতে পথচারীরা যাতায়াতে দারুণ দুর্ভোগ ও পরিবেশ মারাত্মক দূষিত হচ্ছে। প্রেসক্লাবের পাশে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার  বাসা সংলগ্ন উপজেলা পরিষদের পুকুর পাড় এবং সহকারী কমিশনার ভূমি অফিসে যাতায়াতের রাস্তায় ময়লা আবর্জনার স্তূপ গড়ে উঠায় দুর্গন্ধে লোকজন যাতায়াত করতে পারছে না। নাকে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে যাতায়াতকারীদের । আর এই ময়লা আবর্জনা পুকুরের পানি দূষিত করাসহ পরিবেশ দূষণীয় হয়ে উঠছে।

এই পুকুরটি উপজেলার সদরে থাকায় ব্যবসাায়ীকসহ মদন হাসপাতালের রোগী ও রোগীরলোকজন প্রতিদিন গোসলসহ তাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকে ওই পুকুরের পানি। এ গুলো দেখার কেউ নেই। অপরদিকে মদন শহীদ স্বরনীকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠকে ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এ নিয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় একাধিকবার আলোচনা হলেও কোন সুরাহা হয়নি।

পথচারী মোশারফ হোসেন, আলী আকবর জানান, ময়লা আবর্জনা থাকায় আমরা ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারি না ।

মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্কাস উদ্দিন বলেন, আমার বিদ্যালয়ের মাঠে ময়লা আবর্জনার স্তুপ থাকায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। শিক্ষার্থী ও বাসাবাড়ির লোকজন এ পথে আসা যাওয়া করতে দূর্গন্ধের জন্য অসহনীয় হয়ে উঠছে।

এ ব্যাপারে পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, ময়লা আবর্জনার ফেলার গাড়িটি নষ্ট হয়ে যাওয়ায় পরিবেশের কিছুটা বিপর্যয় ঘটছে। তবে অচিরেই ময়লা আবর্জনা ফেলার একটি নতুন গাড়ি বরাদ্দ পাচ্ছি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ খুরশীদ শাহরিয়র জানান,যাতে কেউ পুকুরে ময়লা আবর্জনা ফেলতে না পারে তার জন্য একটি ভাউন্ডারি দেয়াল নির্মাণ করার জন্য সহকারী কমিশনার ভূমিকে বলেছি। অচিরেই পুকুরের ময়লা পরিষ্কার ও দেয়াল নিমার্ণ হবে।

(এএমএ/এএস/ফেব্রুয়ারি ২২, ২০১৭)