দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ভারতের মেঘালয় সীমান্তের গা ঘেষা সোমেশ্বরী নদীর তীরে রাণীখং মিশন টিলার পাদদেশে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রাণীখং উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার এ অনুষ্ঠানের উদ্বোধন করেন ময়মনসিংহ ধর্ম প্রদেশের ধর্মপাল বিশপ পনেন পল কুবি সিএসসি। এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সেলেষ্টিন রিছিলকে সম্মাননা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসিরউদ্দিন সহ ১০ জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

আলোচনায় বক্তব্য রাখেন জুবিলী উদযাপন কমিটির সমন্বয়কারী রেভাঃ ফাদার শিমন হাচ্চা, স্কুলের প্রধান শিক্ষক রীনা মারিয়া কস্তা, ফাদার প্লিনসন মানকিন, ফাদার যোশেফ, ড.অঞ্জন চিচাম, সিস্টার মিনতি এসএমআরএ প্রমুখ। এ উৎসব মিলন মেলায় পরিণত হয়। শেষে ক্ষুদ্র ণৃ-গোষ্ঠির ছেলে মেয়েরা সাংস্কৃতিক পরিবেশনা করে।

(এনএস/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)