টাঙ্গাইল প্রতিনিধি : প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেট বিভাগী প্রতিযোগিতায় টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় দল কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয় দলকে ১৭৩ রানের ব্যবধানে হারিয়ে এক বিশাল জয় লাভ করেছে। বিজিত দলের খেলোয়ার অলরাউন্ডার নাসিউল হক সানী ৫টি উইকেট নিয়ে ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়।

শুক্রবার সকালে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্রিকেট দল টসে জিতে ব্যাটে করার সিদ্ধান্ত নেয়। তারা নির্ধারিত ৫০ ওভারের ব্যাট করতে নেমে ৪৭.৩ বলে সব কটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্ব্বোচ রিফাত ৬০, শিশির ৫৫ ও জুনায়েদ ২৩ রান সংগ্রহ করে। ২৫৬ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কিশোরগঞ্জ উচ্চ বিদ্যালয় দল ২৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করতে সক্ষম হয়।

টাঙ্গাইল বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ক্রিকেট দলের অধিনায়ক আদনান খান ও টিম ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা খোকন। কোচের দায়িত্ব পালন করছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ মো. আরাফাত রহমান।

(এমএনইউ/এএস/ফেব্রুয়ারি ২৪, ২০১৭)