চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের রাজখালী এলাকায় ছুরিকাঘাতে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার রাতে ছুরিকাঘাতের পর একটি বেসরকারি হাসপাতালে ওয়াছিনুর রহমান আদিল (১৫) নামে এ তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন বাকলিয়া থানার এসআই মাশরুল হক।

নিহত আদিল চট্টগ্রাম আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

ছুরিকাঘাতে আদিলের বাবা বদিউল আলম বাচ্চুও আহত হন।

রাজখালী মাস্টার কলোনিটি বদিউল আলম বাচ্চু ও তার দুই ভাই শাহনেওয়াজ ও সরোয়ারের মালিকানাধীন। তিন ভাইয়ের জায়গায় গড়ে তোলা ঘরগুলো ভাড়া দেওয়া।

এসআই মাশরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বাচ্চুর জায়গায় কিছু শ্রমিক কাজ করছিলেন। তাদের সঙ্গে শাহনেওয়াজের ভাড়াটিয়া আলমগীরের হাতাহাতি হয়।

শ্রমিকরা বিষয়টি বাচ্চুকে জানালে রাতে তিনি ও তার ছেলে আদিল কলোনিতে যান।

এসআই মাশরুল বলেন, “শ্রমিকদের সঙ্গে হাতাহাতির পর আলমগীর তার পক্ষে কিছু লোকজন ডেকে আনেন। তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। উত্তেজিত আলমগীর ও তার পক্ষের লোকজনকে বাচ্চু ও আদিল থামাতে গেলে তারা হামলার শিকার হন।”

রাতে আদিল ও বাচ্চুকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে থেকে বেসরকারি হাসপাদতাল ‘মেডিকেল সেন্টার’ এ নেওয়া হয় তাদের।

“ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আদিল মারা যাওয়ার পর বিষয়টি তারা পুলিশকে জানায়,” বলেন এসআই।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০১৭)