বিনোদন ডেস্ক : বিশ্বে চলচ্চিত্রের সবচেয়ে বড় স্বীকৃতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) ৮৯তম আসরের পুরস্কার ঘোষণা শুরু হয়েছে। বাংলাদেশ সময় আজ সোমবার ভোর ৬টায় যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের হলিউডের ডলবি থিয়েটারে চলছে পুরস্কার ঘোষণা।

৮৯তম আসরের প্রথম পুরস্কারটিই পেয়েছেন এক কৃষ্ণাঙ্গ অভিনেতা। ‘মুনলাইট’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন মাহেরশালা আলি।

সেরা পার্শ্ব অভিনেতার প্রতিযোগিতার দৌঁড়ে আরো যারা মনোনয়ন পেয়েছিলেন: জেফ ব্রিজেস (হেল অর হাই ওয়াটার), লুকাস হেজেস (ম্যানচেস্টার বাই দ সি), দেব প্যাটেল (লায়ন) ও মাইকেল শ্যানন (নকটারনাল এনিমেলস)।

অনুষ্ঠানে উপস্থিত আছেন হলিউডের নামিদামি তারকাসহ বিশ্বের নানা প্রান্তের চলচ্চিত্রের মানুষেরা। এবার সেরা ছবি পুরস্কারের জন্য প্রতিযোগিতা করছে লা লা ল্যান্ড, মুনলাইট, অ্যারাইভাল, হ্যাকশোরিজ, ম্যানচেস্টার বাই দ্য সি, ফেন্সেস, হিডেন ফিগারস, লায়ন ও হেল এন্ড হাই ওয়াটার।

(ওএস/এএস/ফেব্রুয়ারি ২৭, ২০১৭)