টাঙ্গাইল প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে আজ রোববার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‘নারী-পুরুষের সমতায় উন্নয়নের যাত্রা/ বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যে রোববার সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানের সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, জেলা মহিলা পরিষদের সভানেত্রী বেগম শামসুন্নাহার, সাধারণ সম্পাদিকা শাহনাজ খান নার্গিস, সহ-সভানেত্রী পার্বতী রায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি আতাউর রহমান আজাদ প্রমুখ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন মানবাধিকার ও নারী সংগঠন এবং বিভিন্ন পেশার নারী-পুরুষ অংশ নেন।
প্রকাশ, প্রতিবছর ৮ মার্চ বিশ্বের ন্যায় বাংলাদেশেও আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

(আরকে/এসপি/মার্চ ০৫, ২০১৭)