চট্টগ্রাম প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশিকালে পুলিশের ওপর দুই জেএমবি সদস্যের হামলার পর চট্টগ্রামের মিরসরাইয়ে বুধবার ভোরে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

সিটিটিসি’র উপ-কমিশনার মহিবুল ইসলাম খান জানান, কুমিল্লায় পুলিশের ওপর বোমা হামলার ঘটনায় আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে চট্টগ্রামের ওই বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

মিরসরাই সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, ‘রেদোয়ান ভবন’ নামে একটি বাড়িতে জঙ্গিরা আস্তানা তৈরি করে। মঙ্গলবার গভীর রাত থেকে ওই বাড়ি ঘিরে অভিযান শুরু করা হয়। অভিযানে ওই বাড়ি থেকে বিপুল সংখ্যক হ্যান্ড গ্রেনেড, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।

গতকাল মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় বাসে তল্লাশিকালে পুলিশের ওপর হামলার ঘটনায় জেএমবির দুই সদস্য জহির (২৫) ও হাসানকে (২৪) আহত অবস্থায় আটক করে পুলিশ।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানিয়েছিলেন, বাসে তল্লাশিকালে জেএমবি সদস্যরা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এসময় পুলিশ আত্মরক্ষায় গুলি চালালে জহির নামের একজন জেএমবি সদস্য গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপর আহত হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ওএস/এসপি/মার্চ ০৮, ২০১৭)