স্টাফ রিপোর্টার : রাজধানীর রমনা থানায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার একদিনের রিমান্ড শেষে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। এ সময় তাকে মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল আল মাসুদ এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার সন্ধ্যায় সোহেলকে মুক্তি দেয়া হয়। মুক্তির পরপরই কারাগার চত্বর থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৯ জানুয়ারি রমনা থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

(ওএস/এএস/মার্চ ০৯, ২০১৭)