টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মাকসুদা খাতুন (৪০) নামে এক নারী নিহত এবং আট জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধল্যা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত মাকসুদা খাতুনের বাড়ি রংপুর জেলার গণেশপুরে।

মির্জাপুর থানার ওসি মো. মাঈন উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী এবি এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস মহাসড়কের ওই স্থানে পৌছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন কুমুদিনী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। এ সময় তিনি অজ্ঞাত পরিচয় গুরুতর আহত একজনের চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নগদ ৫ হাজার টাকা অনুদান দেন।

দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছেন।

(এমএনইউ/এএস/মার্চ ০৯, ২০১৭)