স্টাফ রিপোর্টার : অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলা বাতিল চেয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ফজলুল হকের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৫ মার্চ) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান জানান, মামলা বাতিল চেয়ে বিচারপতি ফজলুল হকের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে ২০০৮ সালের ১৩ এপ্রিল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রমনা থানায় মামলাটি করে দুদক। পরে এ মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ফজলুল হক।

(ওএস/এসপি/মার্চ ১৫, ২০১৭)