রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে দেয়াল ধসে শ্রমিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শহরের কলেজ গেটের মন্ত্রীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন বাড়ির মালিক মো. শামসুল আলম (৪০), শ্রমিক কালু মালাকার (৩৪) ও হানিফ ফরাজি (৪২)।

স্থানীয়রা জানান, মন্ত্রীপাড়া এলাকায় পাহাড়ের খাদে নির্মিত দ্বিতলবিশিষ্ট একটি পাকা বাড়ির পেছনে গর্ত খুঁড়ে আরেকটি কক্ষ নির্মাণ করছিলেন মালিকসহ তিন শ্রমিক। এসময় পাশের পাহাড়ের সীমানা দেয়ালটি হঠাৎ ধসে পড়ে ঘটনাস্থলেই ওই বাড়ির মালিকসহ তিনজনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। এসময় স্থানীয়দের সহায়তায় নির্মাণ শ্রমিক ফারুককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপর মৃত অবস্থায় উদ্ধার করা হয় বাড়ির মালিক মো. শামসুল আলমকে।

পরে চাপা পড়া অন্য দুই নির্মাণ শ্রমিক কালু মালাকার ও হানিফ ফরাজির মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।

এদিকে চাপা পড়া চারজনকে উদ্ধারের পর অভিযান সমাপ্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ বলেন, হতাহতদের উদ্ধার শেষে অভিযান সমাপ্ত করা হয়েছে।

(ওএস/এএস/মার্চ ১৬, ২০১৭)