দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে উপজেলা প্রশাসন , উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নানা আয়োজনে জাতির পিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হল।

শুক্রবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ও উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা প্রশাসন সকল শিক্ষা প্রতিষ্ঠান ,সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহনে এক বিশাল র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু, প্রবীন রাজনীতিবিদ বর্ষীয়ান নেতা দূর্গা প্রসাদ তেওয়ারী, প্রেসক্লাব সভাপতি নিতাই সাহা, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডাঃ দুলাল পন্ডিত। কবিতা পাঠ করেন ডাঃ পুষ্পিতা রায়।

এ ছাড়াও শিল্পকলা একাডেমি‘র ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠি কালচারাল একাডেমির উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ সুসং সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, আলহাজ্ব মফিজ উদ্দিন কলেজের সকল ছাত্র ছাত্রীদের নিয়ে জাতির জনকের জীবন ও আদর্শের উপর আলোচনা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

(এনএস/এএস/মার্চ ১৭, ২০১৭)