মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে রাস্তার ধারে পুলিশের ব্যবহার করা একটি ইউনিফর্ম পাওয়া গেছে।

শনিবার (১৮ মার্চ) দুপুর বারোটার দিকে সদর উপজেলার শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর গ্রামের আশরাফুল উলুম মাদ্রাসার পাশের রাস্তায় এ ইউনিফর্মটি পাওয়া যায়।

প্রথমে নজরুল ইসলাম নামে গ্রামের একজন প্রত্যক্ষদর্শী পুলিশের ইউনিফর্মটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় সাংবাদিক আব্দুল কাইয়ুমকে বিষয়টি জানান, সাথে সাথে বিষয়টি নিয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি (দতন্ত) নজরুল ইসলামকে ফোনে জানানো হলে তিনি বিষয়টি দেখছেন বলে নিশ্চিত করেন।

পরে ঘটনাস্থলে মৌলভীবাজার মডেল থানার এসআই চম্পক দাম ফোর্স নিয়ে উপস্থিত হয়ে ইউনিফর্মটি রাস্তা থেকে তুলে নিয়ে জান।

এদিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে রাস্তার পাশে পাওয়া ইউনিফর্মটির নেমপ্লেইটে কোন নাম পাওয়া যায়নি।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যে জায়গায় পুলিশের ইউনিফর্মটি পাওয়া গেছে সেখান থেকে মৌলভীবাজার মডেল থানা ও পুলিশ লাইনের অবস্থান খুব কাছাকাছি হওয়ায় এই সড়ক দিয়ে ঘনঘন পুলিশের যাতায়াত রয়েছে,তাই ভুলক্রমে সেটি হয়তো ব্যাগ থেকে পড়ে যেতে পারে,অন্য এলাকায় হলে বিষয়টি নিয়ে অন্য চিন্তা করা যেতো।

(একে/এসপি/মার্চ ১৮, ২০১৭)