গোাবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাকিল পরবিহন নামে একটি নৈশকোচ ট্রাকের ধাক্কায় খাদে পড়ে শিশুসহ ৬ জন নিহত হয়েছেনে। এ সময় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

শনিবার রাত সাড়ে ৩টার দিকে ঢাকা- রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ৪১ মাইল (জুম্মারঘর) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মোঃ. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাকিল পরিবহন ( ঢাকা-মেট্রো-ব-১১-১০৯৩) নামে নৈশকোচ সৈয়দপুর যাচ্ছিল। কোচটি গোবিন্দগঞ্জ উপজেলার (জুম্মারঘর) নামক এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে কোচটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু, এক নারীসহ চারজন ও হাসপাতালে নেয়ার পর আরও দুই জনের মৃত্যু হয়। আহত হন বাসে থাকা অন্তত ১০ জন নারী-পুরুষ।

তিনি আরও জানান, র্দুঘটনার পর খবর পেেয় হাইওয়ে টহল পুলিশ ও ফায়ার সার্ভিসর্কমীদের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি হতাহতদের নাম পরচিয় জানাতে পারেননি।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশস্কা করা হচ্ছে বলেও জানান ওসি।


(এসআরডি/এসপি/মার্চ ১৯, ২০১৭)