নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে নানা কর্মসুচির মধ্যদিয়ে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন করেছে জেলার বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা।

সোমবার সকালে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানববন্ধন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সকালে কোর্ট চত্বর এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি বুলবুল খান মাহবুব ও সহ-সভাপতি আতাউর রহমান আজাদ প্রমুখ।

মানববন্ধন শেষে শোভাযাত্রা বের হয়ে কোর্ট চত্বরসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।


(এনএস/এসপি/মার্চ ২৭, ২০১৭)