নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : “আমার স্বাস্থ্য আমার উন্নতির সোপান” এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে দিনব্যাপী স্বাস্থ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও দাতাসংস্থা ইউএসএআইডি-ডিএফআইডি এনএইচএসডিপি/পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর আর্থিক ও কারিগরি সহায়তায় স্বনির্ভর বাংলাদেশ পরিচালিত নাগরপুর সূর্যের হাসি ক্লিনিকের সার্বিক ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়।

সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ ইলাহী বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে মেলার উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক লূৎফুল কিবরিয়া, ইউএসএআইডি-ডিএফআইডি এনএইচএসডিপি স্বনির্ভর বাংলাদেশের প্রকল্প পরিচালক মো. রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার(ভ’মি) পুলক কান্তি চক্রবর্তী,ভাইস চেয়ারম্যান (মহিলা)জিয়াসমিন আক্তার জোৎস্না, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সুজায়েত হোসেন প্রমুখ।

মেলায় ১৬ টি স্টলে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন পরামর্শ দেয়া হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সূর্যের হাসি ক্লিনিক, স্বনির্ভর বাংলাদেশ দুয়াজানী শাখার ক্লিনিক ম্যানেজার ফাহমিদা আক্তার।

(আরকেএসআর/এএস/মার্চ ২৮, ২০১৭)