মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের ফতেহপুরের নাসিরপুরের বাগানবাড়ির জঙ্গি আস্তানায় পরিচালিত ‘অপারেশন হিটব্যাক’ কার্যত সমাপ্ত। তবে আস্তানাটিতে এখন তল্লাশি চালাচ্ছে সোয়াট এর সদস্যরা

এর আগে বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টার পর নাসিরপুরের জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিট ব্যাক’ শুরু করেন ঢাকা থেকে যাওয়া পুলিশের সোয়াট (স্পেশাল উইপন অ্যান্ড ট্যাকটিস টিম) এর সদস্যরা।

ঘণ্টাখানেকের কিছু বেশি সময় ওই জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনা করে সোয়াট টিম। তবে রাত সাড়ে সাতটার পর থেকে সেখানে আর গুলির আওয়াজ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছ ভেতরে থাকা জঙ্গিরা ‘নিষ্ক্রিয়’ হয়ে পড়েছে। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং রাতে আলোক স্বল্পতার কারণে পরবর্তীতে অভিযান সকাল পর্যন্ত স্থগিত রাখা হয়। ফিরে যায় সোয়াট সদস্যরাও।

পরে বৃহস্পতিবার (মার্চ ৩০) সকাল দশটার দিকে ফের ঘটনাস্থলে পৌঁছায় সোয়াট টিমের সদস্যরা। বর্তমানে তারা জঙ্গি আস্তানা ‘বাগানবাড়ি’তে তল্লাশি চালাচ্ছেন ।

(ওএস/এসপি/মার্চ ৩০, ২০১৭)