গাইবান্ধা প্রতিনিধি : বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা গোবিন্দগঞ্জ উপজেলা তেল-গ্যাস-সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব কমরেড রফিকুল ইসলাম রফিক শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, সরকার জোর করে সুন্দর বনের পাশে রামপলে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে।

বাসদ গোবিন্দগঞ্জন উপজেলা শাখার আহবায়ক, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আরও বলেন, কোন ধরনের পর্যবেক্ষন ও নিরীক্ষা ছাড়াই এক ধরনের জোর করে সরকার রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছে। বাংলাদেশে এমন অবস্থা যে, প্রধান মন্ত্রী রাজী এখন যে কোন ভাবেই হউক এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এতে করে দেশের মঙ্গল হোক আর যাই হোক।

বিশিষ্ট সাংবাদিক কমরেড রফিক আরও বলেন, তাছাড়া তাদের সর্বশেষে একটি যুক্তি থাকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা কি কোন দিন দেশের ক্ষতি করতে পারে ? আমরাও বিশ্বাস করতে চাই তিনি দেশের বিরুদ্ধে কোন কাজেই করবেন না। কিন্তু তাকে দিয়ে যারা দেশের জন্য ক্ষতি হয় এমন কাজ করাতে চাইছেন তাদের বিষয়ে তো প্রধান মন্ত্রীকে সচেতন করতে হবে।

(এসআইআর/এসপি/এপ্রিল ১, ২০১৭)