কুড়িগ্রাম প্রতিনিধি : আন্তর্জাতিক সীমান্ত আইন লংঘন করে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নো-ম্যান্স ল্যান্ডে ভারতীয় বিএসএফের পাকা রাস্তা নির্মাণ ঘটনায় উত্তেজনাকর পরিস্থিতিতে বিজিবি-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ান পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

নাওডাঙ্গা ইউনিয়নের খলিশা কোটাল সীমান্তের ৯৩৪ নং মেইন পিলারের ৫ নং সাব পিলারের নিকট পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বাংলাদেশের পক্ষে এবং ভারতের পক্ষে ১২৪ বিএসএফ ব্যাটালিয়ানের অধিনায়ক মেজর বিক্রম সিং নেতৃত্ব দেন । বৈঠকে রাস্তা নির্মান কাজ বন্ধ এবং মালামাল সড়িয়ে নেয়ার দাবি জানানো হয় বিজিবির পক্ষ থেকে। পরে বিএসএফ পক্ষ বিজিবি’র সাথে সমঝোতায় পৌঁছে।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার সকালে ভারতীয় ১২৪ বিএসএফ ব্যাটালিয়ানের অধীন করলা ক্যাম্পের ৫০/৬০ জন বিএসএফ সদস্য ট্রাকযোগে নির্মাণ সামগ্রী, রোলার মেশিন ও শ্রমিক নিয়ে এসে ওই সীমান্তের নোম্যান্সল্যান্ডে কাঁটাতার বিহীন ফাকা জায়গায় রাস্তা নির্মানের কাজ শুরু করে। এ খবর পেয়ে বালারহাট বিজিবির একটি দল ঘটনা স্থলে গিয়ে পতাকা উড়িয়ে কাজে বাধা দেয়।
এ ব্যাপারে ৪৫ বিজিবির অধীন বালারহাট বিওপির হাবিলদার শফিকুল ইসলাম জানান, প্রতিশ্রুতি অনুযায়ী আজকের বৈঠকে রাস্তা নির্মান কাজ বন্ধ রাখার ব্যাপারে বিএসএফ সমমতো হয়েছে। বর্তমানে সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে।
(এমআরএ/এএস/জুন ১৯, ২০১৪)