গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলা বারের রাষ্ট্রপক্ষের আইনজীবিদের দুই ঈদে উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও তাদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবিতে বুধবার দুপুরে জেলার আইনজীবিরা স্মারকলিপি প্রদান করেছেন।

জেলা প্রশাসক আব্দুস সামাদের মাধ্যমে আইনজীবিদের উপস্থিতিতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপির বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নিয়োগ লাভের পর থেকে গাইবান্ধার আদালতে আইনকর্মকর্তারা রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করছেন। তারা বিচারপ্রার্থী মানুষদের আইনী সেবা প্রদান করলেও তাদের নামমাত্র সম্মানী ভাতা প্রদান করা হয়।

কিন্তু তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও অবহেলিত এবং উপেক্ষিত বলে অভিযোগ করে সম্মানী ভাতা বাড়ানোর দাবি জানান।

জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের হাতে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পিপি অ্যাড. শফিকুল ইসলাম শফি, অ্যাড. আনিছুর রহমান, অ্যাড. জিএসএম আলমগীর, অ্যাড. মহিবুল হক মোহন প্রমুখ।


(এসআইআর/এসপি/এপ্রিল ৬, ২০১৭)