কুড়িগ্রাম প্রতিনিধি : ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে দু’দেশের ১৬২টি ছিটমহল বিনিময়ের দাবিতে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছিটবাসীরা।  বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেন।

আগামী ২৫ জুন ভারতের নতুন পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরে ৬ সেপ্টম্বর’১১ হাসিনা-মনমোহন সিংয়ের ছিটমহল বিনিময়ে প্রটোকল চুক্তির বিষয়ে দু’দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে একটি চুড়ান্ত রুপরেখা প্রনয়নের দাবি জানান।
ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি এবং বাংলাদেশের অভ্যন্তরে ভারতের ১১১টি ছিটমহল রয়েছে। ছিট বিনিময়ের দাবীতে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
(এমআরএ/এএস/জুন ১৯, ২০১৪)