কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর বঙ্গসোনাহাট জলমহালে অবৈধভাবে  মাছের পোনা নিধনের প্রতিবাদে ভূরুঙ্গামারী থানা মৎস্যজীবি সমবায় সমিতি বিক্ষোভ মিছিল মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার দুপুরে মৎস্যজীবিরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে ভূরুঙ্গামারী বাজারে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি ভূরুঙ্গামারী থানা মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য শ্রী জয়কান্ত, শ্রী বিদাশী বিশ্বাস, শ্রী শান্ত, দোলা হোসেন, শ্রী প্রফুল্ল, শ্রী হর গবিন্দ বিশ্বাস, মতিয়ার রহমান, জহুরুল ইসলাম প্রমুখ। মৎস্যজীবিরা জানান উপজেলা নির্বাহী অফিসার ভূরুঙ্গামারী স্বারক নং ৫০৮(৬) তাং ২৭.০৫.১৪ ইং মূলে ভ’রুঙ্গামারী থানা মৎস্যজীবি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচন না হওয়া পর্যন্ত বঙ্গসোনাহাট ছড়া জলমহালে মাছ ধরা বন্ধের আদেশ প্রদান করেন। কিন্তু বাতিলকৃত সভাপতি জলদশ্বু আব্দুল লতিফ জোরকরে তার গুন্ডা বাহিনী দিয়ে নেট জাল, খেতা জাল, কারেন্ট জাল দিয়ে পোনা মাছ নিধন এবং জাল দ্বারা ছোট ছোট বাধ নির্মাণ করে পোনা মাছের অপূরনীয় ক্ষতি করছে। অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাধারন সদস্যরা নিষেধ করতে গেলে তাদেরকে বিভিন্ন প্রেকার হুমকি দেয়া হচ্ছে বলে তারা জানান।তাদের দাবি ভূরুঙ্গামারী থানা মৎস্যজীবি সমবায় সমিতির নামে ইজারা মূল্য পরিশোধ করা হয়।এলাকাবাসি জানান মাছ ধরাকে ক্রন্দ্র করে যেকোন মহুত্তে রক্তক্ষয়ি সংর্ঘসের ঘটনা ঘটতে পারে। মৎস্যজীবিরা জানান আমরা গরিব মৎস্যজীবি আমাদের কথা চিন্তা করে মৎস্য আইনে পোনা মাছ নিধন বন্ধ ও জাল দ্বারা অবৈধ বাধ অপসারনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
(এমআরএ/এএস/জুন ১৯, ২০১৪)