কুড়িগ্রাম প্রতিনিধি : ‘যক্ষা হলে রক্ষা নেই এ কথার ভিত্তি নেই’ এ প্রতিপাদ্য বিষয়ের উপর বৃহস্পতিবার আরডিআরএসের হল রুমে যক্ষা ও এইচআইভি প্রতিরোধে স্বাস্থ্য কর্মীদের ভুমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্র্যাকের রিজনাল ম্যানেজার রবিন চন্দ্র, জেলা নাটাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা আব্দুল হান্নান, আরডিআরএসের কামাল উদ্দিন গাজি, শাহজালাল প্রমুখ।
ডা. আমিনুল ইসলাম জানান, সরকার যক্ষা রোগের পরীক্ষা এবং ওষুধ বিনামূল্যে সরবরাহ করে। যক্ষা রোগী ওষুধ সেবন করলে মাসে পাবে এক হাজার ৫০০টাকা আর স্বাক্ষীকে মাসে দেয়া হবে এক হাজার ৮০০ টাকা। এছাড়া দূরের রোগীদের যাতায়াত খরচও দেয়া হয়। সচেতনতার মাধ্যমে বাংলাদেশ যক্ষা মুক্ত এবং এইচআইভি মুক্ত করা সম্ভব।
(এমআরএ/এএস/জুন ১৯, ২০১৪)